১
বর্ণ প্রকার নির্বাচন
প্রথমে “স্বরবর্ণ” (Vowels) বা “ব্যঞ্জনবর্ণ” (Consonants) নির্বাচন করুন। সংস্কৃত ভাষায় মোট ১৩টি স্বরবর্ণ এবং ৩৩টি ব্যঞ্জনবর্ণ রয়েছে।
২
বর্ণ নির্বাচন
নির্বাচিত প্রকারের যেকোনো একটি বর্ণ নির্বাচন করুন। নির্বাচিত বর্ণটি হাইলাইট হবে এবং এর বিস্তারিত তথ্য ডান পাশে দেখানো হবে।
৩
বর্ণের তথ্য দেখা
নির্বাচিত বর্ণের দেবনাগরী লিপি, IAST প্রতিবর্ণীকরণ, বাংলা লিপি এবং উচ্চারণ শুনতে পারেন। 🔊 বাটনে ক্লিক করে শুদ্ধ উচ্চারণ শুনুন।
৪
লিখন অনুশীলন
ক্যানভাসে নির্বাচিত বর্ণটি লিখুন। “Show Demo Writing” বাটনে ক্লিক করে সঠিক লিখন পদ্ধতি দেখতে পারেন। ক্যানভাসে স্বচ্ছ আভাস হিসেবে বর্ণটি দেখা যাবে।
৫
ব্রাশ ও রং সেটিং
ব্রাশ সাইজ বাড়ানো-কমানোর জন্য স্লাইডার ব্যবহার করুন। কালার প্রিসেট থেকে পছন্দের রং নির্বাচন করুন। কালার অপশন: কালো, বাদামী, লাল, সবুজ।
৬
ক্যানভাস কন্ট্রোল
“Clear” বাটনে ক্লিক করে ক্যানভাস পরিষ্কার করুন। “Erase All” বাটনে ক্লিক করে সবকিছু মুছে ফেলুন। “Save” বাটনে ক্লিক করে আপনার অনুশীলন সংরক্ষণ করুন।