সংস্কৃত বর্ণমালা লিখন অনুশীলন | Sanskrit Alphabet Writing Practice

বর্ণ প্রকার নির্বাচন | Select Alphabet Type
বর্ণ নির্বাচন করুন | Select Alphabet
মোট ১৩টি স্বরবর্ণ | Total 13 Vowels
বর্তমান নির্বাচন | Current Selection
Vowel
IAST
a
Bengali
Sound
Brush Size:
12
Pen Color:
ব্যবহার নির্দেশিকা | Usage Instructions
বর্ণ প্রকার নির্বাচন
প্রথমে “স্বরবর্ণ” (Vowels) বা “ব্যঞ্জনবর্ণ” (Consonants) নির্বাচন করুন। সংস্কৃত ভাষায় মোট ১৩টি স্বরবর্ণ এবং ৩৩টি ব্যঞ্জনবর্ণ রয়েছে।
বর্ণ নির্বাচন
নির্বাচিত প্রকারের যেকোনো একটি বর্ণ নির্বাচন করুন। নির্বাচিত বর্ণটি হাইলাইট হবে এবং এর বিস্তারিত তথ্য ডান পাশে দেখানো হবে।
বর্ণের তথ্য দেখা
নির্বাচিত বর্ণের দেবনাগরী লিপি, IAST প্রতিবর্ণীকরণ, বাংলা লিপি এবং উচ্চারণ শুনতে পারেন। 🔊 বাটনে ক্লিক করে শুদ্ধ উচ্চারণ শুনুন।
লিখন অনুশীলন
ক্যানভাসে নির্বাচিত বর্ণটি লিখুন। “Show Demo Writing” বাটনে ক্লিক করে সঠিক লিখন পদ্ধতি দেখতে পারেন। ক্যানভাসে স্বচ্ছ আভাস হিসেবে বর্ণটি দেখা যাবে।
ব্রাশ ও রং সেটিং
ব্রাশ সাইজ বাড়ানো-কমানোর জন্য স্লাইডার ব্যবহার করুন। কালার প্রিসেট থেকে পছন্দের রং নির্বাচন করুন। কালার অপশন: কালো, বাদামী, লাল, সবুজ।
ক্যানভাস কন্ট্রোল
“Clear” বাটনে ক্লিক করে ক্যানভাস পরিষ্কার করুন। “Erase All” বাটনে ক্লিক করে সবকিছু মুছে ফেলুন। “Save” বাটনে ক্লিক করে আপনার অনুশীলন সংরক্ষণ করুন।