Skip to content
সংস্কৃত হাতেখড়ি
সংস্কৃত বর্ণমালা লিখন অনুশীলন
মন্দির দর্শন
Toggle Menu
সংস্কৃত ব্যঞ্জনবর্ণ লিখন অনুশীলন | Sanskrit Consonants Writing Practice
ব্যঞ্জনবর্ণ চয়ন | Select Consonant
বর্তমান চয়ন | Current Selection
क
IAST
k
Bengali
ক
Sound
🔊
Brush Size:
12
Pen Color:
Show Demo Writing
Clear
Erase All
Save
সংস্কৃত ব্যঞ্জনবর্ণ লিখন অনুশীলন টুল ব্যবহারের নির্দেশিকা
🔤 কিভাবে ব্যবহার করবেন:
১. ব্যঞ্জনবর্ণ নির্বাচন করুন
বামপাশের গ্রিড থেকে আপনার পছন্দের যেকোনো সংস্কৃত ব্যঞ্জনবর্ণে ক্লিক করুন
বর্তমানে নির্বাচিত বর্ণটি নিচে দেখানো হবে (দেবনাগরী, IAST ও বাংলা সহ)
২. লেখার পদ্ধতি
ডেমো লেখা দেখুন
বাটনে ক্লিক করুন – বর্ণটি কিভাবে লিখতে হয় তা দেখতে পাবেন
হোয়াইটবোর্ডে মাউস/টাচ দিয়ে টেনে লিখুন
ডেমো লেখাটি পাতলা হয়ে দেখাবে – তার উপর দিয়ে অনুশীলন করুন
৩. ব্রাশ কন্ট্রোল
ব্রাশ সাইজ
: স্লাইডার দিয়ে ব্রাশের মোটা-চিকন নিয়ন্ত্রণ করুন
কলার
: ৪টি রঙ থেকে পছন্দমতো নির্বাচন করুন
প্রিভিউ
: ব্রাশের আকার আগে থেকে দেখতে পাবেন
৪. টুলস (নিচের বাটনগুলো)
Show Demo Writing
: নির্বাচিত বর্ণের উচ্চারণ শুনুন ও ডেমো দেখুন
Clear
: শুধু আপনার লেখা মুছে ফেলুন (ডেমো থাকবে)
Erase All
: সবকিছু মুছে ফেলুন (ডেমো সহ)
Save
: আপনার অনুশীলনটি ছবি হিসেবে ডাউনলোড করুন
৫. উচ্চারণ শুনুন
🔊 আইকনে ক্লিক করুন – নির্বাচিত ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণ শুনতে পাবেন
📱 মোবাইল/ট্যাবলেটে ব্যবহার
মোবাইল বা ট্যাবলেটে ব্যবহারের জন্য পুরোপুরি উপযোগী
আঙুল দিয়ে সরাসরি লিখুন
স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন সাইজের সাথে মানানসই হয়
💾 আপনার কাজ সেভ করুন
অনুশীলন শেষে
Save
বাটনে ক্লিক করুন
ছবিটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে
ছবিতে বর্ণের নাম, IAST, বাংলা ও তারিখ থাকবে
✨ সহজ পদ্ধতি:
বর্ণ নির্বাচন করুন
ডেমো দেখুন ও শুনুন
হোয়াইটবোর্ডে লিখুন
প্রয়োজনে ব্রাশ সাইজ/রঙ পরিবর্তন করুন
সেভ করুন বা নতুন করে শুরু করুন
নিয়মিত অনুশীলন করলে সংস্কৃত ব্যঞ্জনবর্ণ লিখতে সহজ হয়ে যাবে!
🎯
সংস্কৃত হাতেখড়ি
সংস্কৃত বর্ণমালা লিখন অনুশীলন
মন্দির দর্শন